মালদা

অপহৃত মেয়ের খোঁজে এক বছর ধরে পুলিশ কর্তাদের দ্বারে দ্বারে ঘুরছেন পুলিশেরই পরিবার

অপহৃত মেয়ের খোঁজে এক বছর ধরে পুলিশ কর্তাদের দ্বারে দ্বারে ঘুরছেন পুলিশেরই পরিবার। নজিরবিহীন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পুলিশ মহলেই।পুলিশ পরিবারের অভিযোগ পুলিশ কর্তারাই তাদের কথা শুনছেন না।তাই পুলিশ প্রশাসনের বিরুদ্ধে মানবাধিকার কমিশনের দারস্থ হয়েছেন পুলিশ পরিবারটি। মানবাধিকার কমিশনও পুলিশ সুপারকে দ্রুত ব্যবস্থা নেবার নির্দেশ দেওয়ার পরই দুইজনকে আটক করেছে মালদা পুলিশ প্রশাসন। যদিও অপহৃত পুলিশ কন্যা এখনও উদ্ধার হয় নি। 

 

            জানা যায় ইংরেজবাজার থানাতে কর্মরত পুলিশ কর্মীর(হোমগার্ড)মেয়ে বিহারের ভাগলপুরে পড়াশোনা করত। পরীক্ষার পর সার্টিফিকেট আনতে ভাগলপুর যায় গতবছর ১৯ জুলাই ২০১৬ তারিখে। তারপর থেকে মেয়েটির কোন খোঁজ নেই। মেয়ের খোঁজে পুলিশের দারস্থ হন পুলিশ কর্মীর পরিবার।কিন্তু ওই কলেজ ছাত্রীকে উদ্ধারে কোন সর্দথক ভুমিকা পুলিশ নেয়নি বলে অভিযোগ। এরপরই রাজ্য মানবাধিকার কমিশনের দারস্থ হয় ওই ছাত্রীর পরিবার। এরপর কমিশনের নির্দেশে নরেচরে বসে পুলিশ প্রশাসন। এই ঘটনায় দুই জনকে আটক করা হয়েছে বলে জানা যায়। যদিও এখনো পর্যন্ত ওই ছাত্রীর হদিশ পাওয়া যায়নি। পরিবারের দাবি তাদের মেয়েকে খুঁজে দোষীদের শাস্তি দেওয়া হক।